স্বস্তিকা এক রাতের জন্য কত নেন!!
জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি যথেষ্ট সাহসী নারী। তার ঠোঁটকাটা মানুষ হিসেবে বিশাল পরিচিতি রয়েছে। কেউ যদি তাকে অপমানজনক কিছু বলেন, তবে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার মানুষ স্বস্তিকা নন, উল্টে দু-কথা শুনিয়ে দিতে দ্বিধা করেন না তিনি। সোশ্যাল মিডিয়ার সুবাদে বিনোদন দুনিয়ার অভিনেত্রীদের খুব সহজেই টার্গেট করেন কিছু মানুষ। তবে তাদের শায়েস্তা করার জন্য স্বস্তিকা একাই একশো। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয় স্বস্তিকাকে। ডিভোর্সী, সিঙ্গেল মাদার স্বস্তিকাকে নিয়ে চর্চার অন্ত নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার তার পোশাক - পরিচ্ছদ নিয়েও কাটাছেঁড়া হয়। এবার টুইটারে জনৈক নেটিজেন স্বস্তিকাকে উদ্দেশ্য করে সরাসরিই অশ্লীল মন্তব্য করলেন। ওই লোক কিন্তু পাল্টা জবাবও পেলেন স্বস্তিকার কাছ থেকে। তন্ময় ঘোষ নামের জনৈক নেটিজেন টুইটারে স্বস্তিকাকে প্রশ্ন করেন, এক রাতের জন্য কত টাকা নেন ? তার জবাবে স্বস্তিকা যে উত্তর দেন, সেটারজন্য প্রস্তুত ছিলেন না কেউই। একটুও সময় না নিয়ে স্বস্তিকা লেখেন, স্যার, আপনার সেই সামর্থ্য নেই আপনি কল্পনাই করতে পারেন কেবল বিনামূল্যে, তাই সে চ...