Posts

Showing posts from August, 2023

বিমান।

 উড়োজাহাজ ল্যান্ড করার পর যাত্রী সব নেমে পড়লো। এয়ার হোস্টেজরা নিজ নিজ ডিউটি ছেড়ে চলে গেলো। পাইলটও ফিরে গেলো হোটেল রুমে। পরিচ্ছন্নকর্মীরা এসে বিমান পরিষ্কার করতে লাগলো। এর মধ্যে একজন পরিচ্ছন্নতাকর্মী উড়োজাহাজের ককপিটের দিকে এগিয়ে গেলো। পাশেই একটা বই পেয়ে হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো। বইয়ের উপরে লিখা- কীভাবে প্লেন চালাবেন। বইটি পেয়ে লোকটি খুশিতে আত্মহারা। এতো দিনের শখ পূরণ হতে চলেছে। আজকে এই বই পড়েই প্লেন ওড়াবো। বইয়ে সব ফর্মুলা দেওয়া আছে মনে করে সে পাইলটের সিটে বসে পড়লো।  বই খুলে বইয়ের প্রথম পাতায় লিখা দেখলো, প্লেনটির ইঞ্জিন চালু করতে লাল বাটনে টিপ দিন। সেও লাল বাটনে টিপ দিয়ে প্লেনের ইঞ্জিন চালু করে নিলো। পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখলো, প্লেনটি চালাতে সবুজ বাটনে টিপ দিন। সেও ফর্মুলা অনুযায়ী সবুজ বাটনে টিপ দিলো। পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখলো লিখা, প্লেনটি ওড়াতে লাল বাটনটি পুশ করুন। সবকিছু সহজ মনে করে লাল বাটন পুশ করে প্লেনটি আকাশে উড়িয়ে নিলো। সে তো মহা খুশি। এতো দিনের স্বপ্ন বাস্তবায়ন করে ফেললো। কতই না সহজ প্লেন ওড়ানো!  কিন্তু আধা ঘণ্টা ওড়ানোর পর যখন প্লেন ল্যান্ড করতে চাইলো, তখন ব...

পুলিশ ভাই।

 আজকে সারারাত জেগে আমি যে শহরটা পাহারা দিবো, সে শহরেই আমার আজ রাতের ডিউটিতে মৃত্যু হলে কাল সকালে এই শহরেরই কেউ কেউ ঘুম থেকে উঠে আমার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবে!!!  কতটা অকৃতজ্ঞদের জন্য আমরা জীবন বাজি রাখি!!! এক্সিডেন্ট করে কেউ রাস্তায় পড়ে থাকলে পুলিশ ছাড়া কেউ ধরেনা, সবাই বলে পুলিশ আসুক। আত্মহত্যা করে বিকৃত চেহারা, পঁচা দুর্গন্ধ লাশের সাথী পুলিশই। যেই ফোন বা ল্যাপটপ দিয়ে পুলিশের মৃত্যুতে আলহামদুলিল্লাহ লিখছে সেটা হারিয়ে গেলেও উদ্ধারের জন্য পুলিশের কাছেই যায়।  প্রাকৃতিক, সামাজিক, মানবিক সকল দূর্যোগ, দুর্দিন, বিপর্যয়ে পুলিশই পাশে থাকে। গোটাকয়েক পুলিশের জন্য পুলিশবাহিনীর প্রতি এমন ঈর্ষা মোটেও কাম্য নয়। প্রত্যেককে স্ব স্ব কাজের হিসাব দিতে হবে। নিজের কর্মের প্রতি কতটুকু মনোযোগী আমরা!  নাকি অন্যের দোষকে তিল থেকে তাল বানিয়ে নিজেদেরকে জাহির করছি! রুচির দুর্ভিক্ষে আছি আমরা,  বিবেকের চেয়ে আবেগ বেশি আমাদের। আজকে যারা আমার মত পুলিশ সদস্যের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলছেন, দোয়া করি তাদের মৃত্যুতে কেউ এমন কোনো শব্দ উচ্চারণ না করুক।