বিমান।
উড়োজাহাজ ল্যান্ড করার পর যাত্রী সব নেমে পড়লো। এয়ার হোস্টেজরা নিজ নিজ ডিউটি ছেড়ে চলে গেলো। পাইলটও ফিরে গেলো হোটেল রুমে। পরিচ্ছন্নকর্মীরা এসে বিমান পরিষ্কার করতে লাগলো। এর মধ্যে একজন পরিচ্ছন্নতাকর্মী উড়োজাহাজের ককপিটের দিকে এগিয়ে গেলো। পাশেই একটা বই পেয়ে হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো।
বইয়ের উপরে লিখা- কীভাবে প্লেন চালাবেন। বইটি পেয়ে লোকটি খুশিতে আত্মহারা। এতো দিনের শখ পূরণ হতে চলেছে। আজকে এই বই পড়েই প্লেন ওড়াবো। বইয়ে সব ফর্মুলা দেওয়া আছে মনে করে সে পাইলটের সিটে বসে পড়লো।
বই খুলে বইয়ের প্রথম পাতায় লিখা দেখলো, প্লেনটির ইঞ্জিন চালু করতে লাল বাটনে টিপ দিন। সেও লাল বাটনে টিপ দিয়ে প্লেনের ইঞ্জিন চালু করে নিলো। পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখলো, প্লেনটি চালাতে সবুজ বাটনে টিপ দিন। সেও ফর্মুলা অনুযায়ী সবুজ বাটনে টিপ দিলো। পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখলো লিখা, প্লেনটি ওড়াতে লাল বাটনটি পুশ করুন। সবকিছু সহজ মনে করে লাল বাটন পুশ করে প্লেনটি আকাশে উড়িয়ে নিলো। সে তো মহা খুশি। এতো দিনের স্বপ্ন বাস্তবায়ন করে ফেললো। কতই না সহজ প্লেন ওড়ানো!
কিন্তু আধা ঘণ্টা ওড়ানোর পর যখন প্লেন ল্যান্ড করতে চাইলো, তখন বইয়ের পৃষ্ঠা শেষ হয়ে গেলো। শেষ পৃষ্ঠায় লিখা দেখলো- বিমানটি ল্যান্ড করা শিখতে আমাদের বইয়ের দ্বিতীয় ভলিউম ফলো করুন আর আমাদের কোর্সে ভর্তি হয়ে যান।
বর্তমানে কিছু ডাক্তার, ইঞ্জিনিয়াররাও সামান্য পড়ালেখা করে ইসলামের জটিল এবং কঠিন বিষয়- ফিকহ, ফতুয়া ও আকিদা নিয়ে কথা বলা শুরু করে দেন। পরবর্তীতে বিমান আকাশে উড়িয়ে পড়েন মস্ত বিপদে। পরে না পারেন ল্যান্ড করতে, আর না পারেন আকাশে ওড়াতে।
Comments
Post a Comment