আজকে সারারাত জেগে আমি যে শহরটা পাহারা দিবো, সে শহরেই আমার আজ রাতের ডিউটিতে মৃত্যু হলে কাল সকালে এই শহরেরই কেউ কেউ ঘুম থেকে উঠে আমার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবে!!! কতটা অকৃতজ্ঞদের জন্য আমরা জীবন বাজি রাখি!!! এক্সিডেন্ট করে কেউ রাস্তায় পড়ে থাকলে পুলিশ ছাড়া কেউ ধরেনা, সবাই বলে পুলিশ আসুক। আত্মহত্যা করে বিকৃত চেহারা, পঁচা দুর্গন্ধ লাশের সাথী পুলিশই। যেই ফোন বা ল্যাপটপ দিয়ে পুলিশের মৃত্যুতে আলহামদুলিল্লাহ লিখছে সেটা হারিয়ে গেলেও উদ্ধারের জন্য পুলিশের কাছেই যায়। প্রাকৃতিক, সামাজিক, মানবিক সকল দূর্যোগ, দুর্দিন, বিপর্যয়ে পুলিশই পাশে থাকে। গোটাকয়েক পুলিশের জন্য পুলিশবাহিনীর প্রতি এমন ঈর্ষা মোটেও কাম্য নয়। প্রত্যেককে স্ব স্ব কাজের হিসাব দিতে হবে। নিজের কর্মের প্রতি কতটুকু মনোযোগী আমরা! নাকি অন্যের দোষকে তিল থেকে তাল বানিয়ে নিজেদেরকে জাহির করছি! রুচির দুর্ভিক্ষে আছি আমরা, বিবেকের চেয়ে আবেগ বেশি আমাদের। আজকে যারা আমার মত পুলিশ সদস্যের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলছেন, দোয়া করি তাদের মৃত্যুতে কেউ এমন কোনো শব্দ উচ্চারণ না করুক।